ফেনীর মহিপালে ২০০ গ্রাম ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন বা আইস জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সাব্বির কক্সবাজার জেলার রামু উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, সাব্বির টেকনাফ থেকে আইস নিয়ে ঢাকায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে মহিপালে অবস্থান নেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় মহিপালে গাড়ি পাল্টানোর সময় তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ মাদকদ্রব্য ঢাকায় পৌঁছে দেয়ায় তার দায়িত্ব ছিল বলে জানান সাব্বির। আইসের মালিক ও সরবরাহকারী কাউসার নামের এক ব্যক্তি বলে পুলিশকে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় বুধবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার সাব্বির ও পলাতক কাউসারকে আসামি করে একটি মামলা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আরও পড়ুন: মীরসরাইয়ে ‘আইস’সহ তরুণী আটক