আইস
কলারোয়া সীমান্তে ৫ কোটি টাকার আইস জব্দ
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা।
বুধবার (৩১ জানুয়ারি) ভোরে কলারোয়ার কুটিবাড়ি সীমান্ত এলাকায় এই মাদক জব্দ করা হয়।
তবে কাউকে আটক করা হয়নি।
আরও পড়ুন: মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, কারেন্ট জাল ও জাটকা জব্দ
বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কুটিবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ব্যাগ থেকে এক কেজি আইস জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
এ বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।
আরও পড়ুন: বেনাপোলে ২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি স্বর্ণের বার জব্দ, আটক ২
৯ মাস আগে
গাজীপুরে ৫০০ গ্রাম আইস জব্দ, আটক ২
গাজীপুরে মাদক চোরাচালানের অভিযোগে দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম মিথাইল অ্যাম্ফিটামিন যুক্ত আইস জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আটক দুইজন হলেন- সোহাগ খান ও মোশারফ।
আরও পড়ুন: উখিয়া থেকে ২৫ কোটি টাকা মূল্যের আইস জব্দ
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি উত্তরের উপপুলিশ কমিশনার মুহাম্মাদ কামাল হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানাধীন টেক কাথোরা এলাকায় অভিযান চালিয়ে সোহাগ খান ও মোশারফকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম আইসসহ আটক করেন।
তিনি জানান, তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এদিকে তাদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, উদ্ধার মাদক চোরাচালান চক্রের কাছ থেকে কিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিপুল আইস জব্দ, ২ মাদক কারবারি আটক
কক্সবাজারে ৯ কেজি আইস জব্দ
১ বছর আগে
টেকনাফে ১২ কোটি টাকা মূল্যের মাদক জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে শনিবার প্রায় ১২ কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধারের দাবি করেছে বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল আজ ভোরে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার বলেন, ‘ভোর ৩টার দিকে নাফ নদীর তীরে ভিড়ানো একটি নৌকা থেকে ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুই দশমিক ১৪ কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি প্লাস্টিক ব্যাগ জব্দ করে দলটি।’
তিনি আরও বলেন, ওই স্থানে অন্য কোনো অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শনাক্তের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: টেকনাফে মাদক জব্দ, যুবক আটক
টেকনাফে ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ, রোহিঙ্গা যুবক আটক
টেকনাফে মাদক ও মানব পাচারকারী চক্রের ৭ সদস্য আটক
২ বছর আগে
কক্সবাজারে ৯ কেজি আইস জব্দ
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকা থেকে ৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাতে উখিয়া উপজেলার বালুখালী কাটাপাহাড় এলাকায় ক্রিস্টেল মেথের একটি চালান আসবে এমন খবরে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে মাদককারবারিরা গুলি ছুড়ে। পরে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।
পরে সেখান থেকে ৯ কেজি ক্রিস্টেল মেথ বা আইস উদ্ধার করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: উখিয়া থেকে ২৫ কোটি টাকা মূল্যের আইস জব্দ
রামুতে সাড়ে ৬ কোটি টাকা মূলের আইস ও ইয়াবা জব্দ, আটক ২
২ বছর আগে
যশোরে আইস ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
যশোরে এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জেলা শহরের সিটি কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৯০ পিস ইয়াবা ও দুই গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার রিনা খাতুন (৪০) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বেগুন বাড়িয়া সাদিপুর গ্রামের মামুন মন্ডলের স্ত্রী।
যশোর জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শহরের সিটি কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই গ্রাম ক্রিসটাল মেথ বা আইস ও ৫৯০ পিস ইয়াবাসহ রিনা খাতুনকে আটক করা হয়। উদ্ধার করা মাদক দ্রব্যের মূল্য দুই লাখ ৭৭ হাজার টাকা।
উদ্ধার করা মাদকসহ আটক রিনা খাতুনকে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে ‘আইস’ জব্দ, রোহিঙ্গাসহ আটক ২
ফেনীতে ‘আইস’ জব্দ, গ্রেপ্তার ১
ঢাকা বিমানবন্দরে ৮ হাজার ইয়াবা জব্দ, আটক ১
২ বছর আগে
ফেনীতে ‘আইস’ জব্দ, গ্রেপ্তার ১
ফেনীর মহিপালে ২০০ গ্রাম ক্রিস্টাল মিথাইল অ্যামফিটামিন বা আইস জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সাব্বির কক্সবাজার জেলার রামু উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, সাব্বির টেকনাফ থেকে আইস নিয়ে ঢাকায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে মহিপালে অবস্থান নেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় মহিপালে গাড়ি পাল্টানোর সময় তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ মাদকদ্রব্য ঢাকায় পৌঁছে দেয়ায় তার দায়িত্ব ছিল বলে জানান সাব্বির। আইসের মালিক ও সরবরাহকারী কাউসার নামের এক ব্যক্তি বলে পুলিশকে জানিয়েছেন তিনি।
এই ঘটনায় বুধবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার সাব্বির ও পলাতক কাউসারকে আসামি করে একটি মামলা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আরও পড়ুন: মীরসরাইয়ে ‘আইস’সহ তরুণী আটক
১০ কোটি টাকার ‘আইস’ জব্দ
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৩ বছর আগে
মীরসরাইয়ে ‘আইস’সহ তরুণী আটক
চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকের নতুন সংস্করণ ক্রিস্টাল মিথাইল এমফিটামিন ‘আইস’ সহ এক তরুণীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ৯৫ গ্রাম মরণঘাতি এ মাদকসহ তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
আটক নুসরাত ফাতেমা (২১) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সোনাপাহাড় এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালালে নুসরাত ফাতেমা নামের ওই তরুণীর কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৯৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এসময় মাদক বহনের দায়ে ওই তরুণীকে আটক করা হয়।
এসব মাদক চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মো. সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম নগরী থেকে এসব আইস ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এসব মাদক বিক্রির সঙ্গে আরও কারা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে।
ফাতেমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
পড়ুন: ‘মাদক’ মামলায় ঠাকুরগাঁওয়ে এক জনের যাবজ্জীবন
উখিয়ায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
৩ বছর আগে