সোমবার বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক এক আদেশে এ বিধিনিষেধ আরোপ করেন।
এলাকাগুলো হলো- চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া, কলোনী।
উল্লেখিত এলাকাগুলোতে করোনা অধিকমাত্রায় সংক্রমনের কারনে প্রথম দফা রেডজোন ঘোষনা করা হয় ১৪জুন থেকে। তার মেয়াদ ৫ জুলাই শেষ হওয়ার পর দ্বিতীয় দফা ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।
জেলা সিভিল সার্জনের পরামর্শক্রমে এসব এলাকার দোকানপাট বন্ধসহ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, করোনা সংক্রমনে বগুড়ায় গত ২৪ ঘন্টায় আরও একজন মারা গেছেন। তবে তার পরিচয় জানায়নি স্বাস্থ্য বিভাগ। এনিয়ে সরকারি হিসেবে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২জনে।
এছাড়া ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৮জন আক্রান্ত হয়েছেন বলে সোমবার বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানান।