বগুড়ায় শরীফ ও রুমন হত্যার ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারা হলেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, নিশিন্দারা খাঁপাড়া এলাকার শেখ সৌরভ, নিশিন্দারা পূর্বপাড়া এলাকার নাঈম হোসেন ও সুলতানগঞ্জ পাড়ার আজবিন রিফাত।
আরও পড়ুন: জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
এর আগে এ ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত শরীফের মা হেনা বেগম।
এ ঘটনায় নিহতরা হলেন, ওই এলাকার দুদু শেখের ছেলে নোমান আহম্মেদ ওরফে শরিফ ও রফিকুল ইসলামের ছেলে রুমন আহম্মেদ।
এ ঘটনায় হোসাইন ওরফে বুলেট নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আহত যুবক একই এলাকার বাদল সরকারের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়ান ওলিউল্লাহ বলেন, শরীফ-রুমন হত্যার ঘটনায় ১৩ জনের নাম ও অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবার ভোরে বগুড়ার নিশিন্দারা চাকর পাড়া এলাকায় শরীফ ও রুমনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ঈদের রাতে বগুড়ায় জোড়া খুন