গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন সংক্রমিত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৬ জন।
সোমবার সকালে বগুড়া সিভিল সার্জন অফিসের পক্ষে এ তথ্য জানান ডা. ফারজানুল ইসলাম নির্ঝর।
জেলায় গত ১ এপ্রিল থেকে ২ আগস্ট পর্যন্ত করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৮৭২ জনের এবং ফলাফল জানা গেছে ২৫ হাজার ৫৬৭ জনের।
বগুড়ায় আরও ২০ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪৮ জন। আর গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা দাঁড়াল ১০৭ জনে।
ডা. ফারজানুল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৬৮টি নমুনা সংগ্রহ করে ফলাফল জানা গেছে ১০১টির। নতুন আক্রান্ত ৩২ জনের মধ্য ২৭ জন পুরুষ, চারজন নারী ও একজন শিশু। এদের তিনজন শিবগঞ্জ উপজেলার, একজন আদমদিঘী উপজেলার, দুজন গাবতলী উপজেলার ও ২৬ জন সদর উপজেলার।’
পুরো দেশের চিত্র: রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, ঈদের দিনের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫৪ জনে। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৭৯ এবং নারী ৬৭৫ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।