তারা হলেন শহরের নাটাইপাড়ার আন্জুমান আরা বেগম (৬০) ও শাজাহানপুর উপজেলার চুপিনগরের রফিকুল ইসলাম (৬৪)।
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা আব্দুর রহিম জানান, আন্জুমান আরা ৫ আগস্ট করোনা আক্রান্ত হয়ে ১০ আগস্ট হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
অপরদিকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, করোনা আক্রান্ত হয়ে রফিকুল গত ২৩ জুলাই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। বুধবার রাতে তিনি মারা যান।
লাশ দুটি জীবাণুমুক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে উভয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৩১ জন।
বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, নতুন শনাক্তদের মধ্যে বগুড়া সদরে ৪৯, সোনাতলায় এক, আদমদিঘী ও শাজাহানপুরে চারজন করে এবং দুঁপচাঁচিয়ার নয়জন রয়েছেন।