প্রাণঘাতী করোনাভাইরাসে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে।
মঙ্গলবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই সময়ে নতুন করে আরও ১৩৬ জন আক্রান্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৩৩০ জন। আর মোট সুস্থ হয়েছেন ২৫০ জন।
নতুন আক্রান্ত ১৩৬ জনের মধ্যে- বগুড়া সদরে ৮৩ জন, শাজাহানপুরে ১৪ জন, শিবগঞ্জে ১২ জন, সারিয়াকান্দিতে ৪ জন, সোনাতলায় ২ জন, শেরপুরে ৮ জন, কাহালুতে ৮ জন, নন্দীগ্রামে ২ জন, গাবতলীতে ২ জন এবং ধুনটে ১ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৮ জন পজিটিভ, টিএমএসএস মেডিকেল কলেজে ১৫১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৬৫ জনের পজিটিভ ও ঢাকায় পাঠানো ৫৪৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৩ জনের পজিটিভ এসেছে।