মৃতরা হলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বনানীস্থ বগুড়া উপপরিচালক কার্যালয়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মহসীন আলী(৫৪), নন্দীগ্রাম উপজেলার দোহারের বাসিন্দা সুরেশ(৫২) এবং সদরের ফুলবাড়ী মধ্যপাড়ার নাজমা লায়লা হাসান (৬৫)।
জানা গেছে, মহসীন আলী শনিবার বিকাল সাড়ে ৪টায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার অক্সিজেন মাত্রা অধিক কমে যাওয়ায় গত ৩ সেপ্টেম্বর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া সুরেশ ও নাজমা লায়লা হাসান শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
শনিবার বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, বগুড়ায় নতুন করে আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ১২৯ জনে।
তিনি আরও জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ১৮৮টি নমুনা পরীক্ষার মধ্যে ২৮ জন পজিটিভ এবং টিএমএসএস এ ১০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৬ জন পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৮২ জন।