কৃষি কর্মকর্তা
দেশের ৬ জেলার ১৪৪ কৃষক-কৃষি কর্মকর্তাকে পুরস্কার দিল ডিএই
কৃষিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তিনটি ক্যাটাগরিতে দেশের ৬ জেলার ১৪৪ জন কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে পুরষ্কার দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতাভুক্ত ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার প্রতিটিতে ৩টি ক্যাটাগরিতে ১ জন প্রথম, ২ জন দ্বিতীয় ও ৫ জন করে যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছেন।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে কৃষক পুরস্কার বিতরণ ২০২৪ ও ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন: বাকৃবি অধ্যাপক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। তার নির্দেশেই কাজ করে যাচ্ছে কৃষি সপ্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরও প্রকল্পের আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যথেষ্ট প্রভাব থাকলেও ডিএই মাঠ পর্যায়ের লক্ষ্যমাত্রা অর্জন করছে। আমাদের দেশের কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সচেতন হচ্ছেন। এর ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ফলনও ভালো হচ্ছে।
বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর বলেন, কৃষি জমির পরিমাণ ও মাটির উর্বরতা কমে যাওয়ায় খাদ্য উৎপাদন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী খাদ্য চাহিদা মেটাতে কৃষি উৎপাদন ৬০ শতাংশ বাড়াতে হবে।
কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্দেশ্যে ড. জাহাঙ্গীর বলেন, আধুনিক পদ্ধতিতে জমিতে সেচ দেওয়া, বছরের পর বছর একই চাষ না করা, জমিতে চাষ কম দেওয়া ও ফসলের উচ্ছিষ্ট জমিতে ফেলে রাখার মাধ্যমে জমির উর্বরতা ও ফলন বাড়ানো সম্ভব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে নানা বিষয় আলোচনা করা হয় এবং প্রকল্পের আওতাভুক্ত ৬টি জেলার কৃষি উৎপাদনের চিত্র তুলে ধরা হয়। তাছাড়া বস্তায় আদা চাষ ও পলিনেট হাউজের ব্যবহার ও উপকারিতা কৃষকদের মাঝে তুলে ধরা হয়।
ডিএই'র ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সালমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান জাহাঙ্গীর।
আরও পড়ুন: সুস্থ-সবল জাতি গঠনে ওয়ান হেলথ গুরুত্বপূর্ণ: বাকৃবি উপাচার্য
বাকৃবিতে তিন দেশের শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
৩৩৮ দিন আগে
সাতক্ষীরায় ট্রাকচাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত
সাতক্ষীরায় ট্রাকচাপায় সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীলকণ্ঠ সরকার (৪৭) নিহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালা উপজেলার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লার মেঘনায় আ. লীগের ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
নীলকণ্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত ফনি সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। ত্রিশমাইল এলাকায় পৌঁছানোর পর বৃষ্টিতে মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
ইরাকের কুর্দি অঞ্চলে সামরিক বিমানবন্দরে হামলায় নিহত ৩
৫৯০ দিন আগে
সয়াবিন তেল মজুদের অভিযোগে সাবেক কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
বাজারে কৃত্রিম সংকট ও রমজানকে সামনে রেখে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে সয়াবিন তেল মজুদ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজী নজরুল ইসলাম সড়কে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. লায়েকুজ্জামান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-সহকারী কর্মকর্তা।
শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মনির হোসেন একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫১২ লিটার তীর ও বসুন্ধরা ব্র্যান্ডের সয়াবিন তেল জব্দ করেন।
আরও পড়ুন: আবারও বাড়ল সয়াবিন তেলের দাম
তিনি আরও জানান, লায়েকুজ্জামান গত ৬ মার্চ কৃষি মার্কেটের সূর্য এন্টারপ্রাইজ থেকে ছয় হাজার ৩৬০ টাকায় দুটি কার্টনে ৪০ লিটার সয়াবিন তেল কিনেন এবং টাকার রশিদও সংগ্রহ করেন। পরে তিনি বিভিন্ন দোকান থেকে সয়াবিন তেল সংগ্রহ করে নিজের হাতে রশিদে টাকা লিখে দেন, যা ফৌজদারি অপরাধ।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: দ্রুত সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম কমে আসবে: আইনমন্ত্রী
১১৪৬ দিন আগে
ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম আকৃতির ফল!
ঠাকুরগাঁওয়ে লিচু গাছে লিচু ও আম আকৃতির ফল ধরার ঘটনা ঘটেছে।
রবিবার সদর উপজেলার ছোটবালিয়া সিংগিয়া কলোনিপাড়া গ্রামে গিয়ে এই ঘটনা দেখা যায়।
ওই গ্রামের আব্দুর রহমানের বাড়িতে একটি লিচু গাছের একটি ডালে ছোট ছোট ৯টি লিচু ধরেছে। ওই গাছে লিচুর একটি থোকায় লিচুর সাথে আম সদৃশ ফল ধরে আছে।
আরও পড়ুন: খামারিদের দেয়া সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: কৃষিমন্ত্রী
ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। এলাকার লোকজন এই ঘটনা দেখার জন্য সেখানে ভিড় করে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে ও দূর দূরান্তের লোকজন সেখানে গিয়ে নিজের চোখে দেখে আসছেন।
এ বিষয়ে বালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তি বলেন, ঘটনাটি অলৌকিক। এ জাতীয় ঘটনা এর আগে চোখে পড়েনি।
আরও পড়ুন: শেখ হাসিনা কৃষিকে দিয়েছেন নতুন দিগন্ত: কৃষিমন্ত্রী
এ ব্যাপারে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা (প্রশিক্ষণ) মো. সিরাজুল ইসলাম বলেন, লিচু গাছে আম ধরার বিষয়টি একটি ব্যতিক্রম ঘটনা। এর কোনো বৈজ্ঞানিক কারণ বা গ্রামার নেই।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হোসেন বলেন, লিচুর গাছে আম ধরেছে এটা শুনেছি। সেখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠিয়েছি। তার ভাষ্যমতে লিচুর গাছে আম আকৃতির ফল ধরেছে। পরাগায়ন বা অন্য কোন মাধ্যমে এটা হওয়ার কথা নয়। এখানে গবেষণার বিষয় রয়েছে।
আরও পড়ুন: ফুল চাষিদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে: কৃষিমন্ত্রী
লিচু ফলটি বিকৃত হতে পারে বলে প্রাথমিকভাবে মন্তব্য করেন তিনি।
১৪৭৩ দিন আগে
দুর্নীতি-অনিয়মের অভিযোগ কসবা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের বিরুদ্ধে
সমলয় হাইব্রিড চাষ প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের বিরুদ্ধে।
১৫৪৫ দিন আগে
বগুড়ায় করোনায় কৃষি কর্মকর্তাসহ আরও ৩ জনের মৃত্যু
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় উপসহকারী কৃষি কর্মকর্তাসহ তিন জন মারা গেছেন। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭১ জনে।
১৬৯২ দিন আগে