বগুড়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের চকফরিদ কলোনি এলাকায় অগ্রণী ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে ।
নিহতের নাম আজহারুল ইসলাম শান্ত (২৪)। তিনি সারিয়াকান্দি উপজেলার কুপতলা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে।
দীর্ঘদিন ধরে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। এ ছাড়া সৈয়দ আহম্মেদ কলেজে স্নাতক শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন শান্ত।
নিহতের ভাই হাসিবুল ইসলাম বলেন, ‘শান্ত ও তার বন্ধু ইমরান মিলে ইন্টারনেটের ব্যবসা করত। বিকালে ইন্টারনেটের কাজ করার জন্য বাসা থেকে বের হয় সে। ফোনে জানায় কিছুক্ষণ পরেই বাসায় ফিরবে। পরে শুনি তাকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে।’
আরও পড়ুন: নেত্রকোণায় ধর্ষণ মামলার বাদীকে কুপিয়ে হত্যা, ২ ভাই গ্রেপ্তার
তিনি আরও বলেন, ‘কারো সঙ্গে প্রকাশ্য শত্রুতা আছে কি না তা আমরা জানি না। তবে শুনছি এলাকায় একটা গ্রুপের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে শান্তর কথা-কাটাকাটি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘দুর্বৃত্তরা শান্তকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘শান্ত একাধিক মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তার নামে মাদক, ছিনতাই, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। এলাকায় মাদক কারবার অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।’
আরও পড়ুন: কুড়িগ্রামে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার