নিহত আবু তালেব (৩২) বগুড়া শহর যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ও আকাশতারা গ্রামের আব্দুস সামাদের ছেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তালেব সাবগ্রাম থেকে চাল কিনে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিল। বাড়ির কয়েকশ গজ দূরে পৌঁছলে অস্ত্রধারী দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর রাস্তার পাশে একটি কচুক্ষেতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়।
এসময় বগুড়া-গাবতলী সড়ক দিয়ে অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।
আবু তালেবের বগুড়া শহরের হকার্স মার্কেটে ব্যাগের দোকান রয়েছে এবং তিনি এলাকায় বালুর ব্যবসা করতেন।
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন জানান, তালেব দলের নিবেদিত নেতা ছিলেন। হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
হত্যাকাণ্ডের পর বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুইঞা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের সাথে কথা বলেছেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।’