জবাই করে হত্যা
চট্টগ্রামে নিজ দোকানে ব্যবসায়ীকে জবাই করে হত্যা
চট্টগ্রামের হাটহাজারীর মন্দাকিনী এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হয়েছেন মোহাম্মদ সরোয়ার আজম (২৬) নামে এক মুদি দোকানি।
মঙ্গলবার রাতের কোনও এক সময়ে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বৃদ্ধ মাতব্বরকে কুপিয়ে ‘হত্যা’
নিহত আজম ওই এলাকার মৃত মুক্তিযোদ্ধা শামসুল আলমের পুত্র।
আরও পড়ুন: সাতক্ষীরায় দিনেদুপুরে ঘরে ঢুকে বন্ধুকে জবাই করে হত্যা!
স্থানীয় সূত্র জানায়, সরোয়ার আজম প্রতিদিনের মত দিনভর ব্যবসা করে রাতে দোকানে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে না উঠায় পাশের লোকজন তাকে ডাক দেয়। ডেকে কোনও সাড়া শব্দ না পেয়ে লোকজন দরজা খুলে দেখতে পায় সরোয়ারের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
পরে স্থানীয় জনগণ এ হত্যাকাণ্ডের বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারোয়ারের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: রংপুরে মেয়েকে জবাই করে হত্যা, মায়ের স্বীকারোক্তি
হাটহাজারী থানার উপ-পরিদর্শক আলমগীর ভুঁইয়া বলেন, নিহত আজম রাতে নিজ দোকানে ঘুমিয়েছিলেন। বুধবার সকালে স্থানীয়রা তাকে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে দোকানের টিনের চাল খুলে গলা কাটা অবস্থায় মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে আমরা মরদেহ উদ্ধার করি।
তিনি আরও বলেন, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
৩ বছর আগে
চট্টগ্রামে থানার সামনে সৎ ভাইকে জবাই করে হত্যা
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সামনে ১০০ গজের মধ্যে সৎ ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহত মো. কায়সার (৪৫) একই এলাকার বাসিন্দা ও সাবেক রেলওয়ে কর্মচারী মৃত জমির আহমদের দ্বিতীয় স্ত্রীর সন্তান বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কায়সারের মৃত্যু হয়। এর আগে রাত ১১টার দিকে দুই পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে সৎ ভাই সাজ্জাদ হোসেন ও তার সহযোগীরা বাড়ীর কাছে কায়সারকে ছুরিকাঘাত ও গলায় ছুরি চালিয়ে গুরুত্বর আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর পরই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বৃদ্ধ মাতব্বরকে কুপিয়ে ‘হত্যা’
নিহত কায়সারের পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ হোসেন যুবলীগের নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এর আগে ২৭ মার্চ আমাদের অপর ভাই মাইনুদ্দিন উজ্জলকে ছুরিকাঘাত করেছে।
এদিকে ঘটনার পরপরই পাহাড়তলী থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
আরও পড়ুন: রংপুরে মেয়েকে জবাই করে হত্যা, মায়ের স্বীকারোক্তি
এ ব্যাপারে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, পারিবারিক জায়গা সম্পদ নিয়ে সৎ ভাই বোনদের বিরোধের কারণে দুই পরিবারে ঝগড়ার মধ্যে বড় ভাইয়ের ছুরিকাঘাতে সৎ ভাই খুন হয়েছে। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে থানায় বৈঠক বসে মিমাংসার চেষ্টা করেছে পুলিশ।
আরও পড়ুন: সাতক্ষীরায় দিনেদুপুরে ঘরে ঢুকে বন্ধুকে জবাই করে হত্যা!
তিনি বলেন, হত্যাকাণ্ডের পরপরই বড় পরিবারের ৩ ভাইকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
৩ বছর আগে
সাতক্ষীরায় দিনেদুপুরে ঘরে ঢুকে বন্ধুকে জবাই করে হত্যা!
সাতক্ষীরায় ঘরে ঢুকে নিজের বন্ধুকে ধারাল ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে এক দুর্বৃত্ত।
শনিবার জেলার শহরতলির কাশেমপুর জামতলা এলাকায় বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক সালাউদ্দিন হোসেন (১৫) শহরতলীর কাশেমপুর জামতলা মালিবাড়ীর শাহজাহান আলী ওরফে বাবুর ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বৃদ্ধ মাতব্বরকে কুপিয়ে ‘হত্যা’
আত্মস্বীকৃত হত্যাকারী সাতক্ষীরা সিটি কলেজ এলাকার সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে যেয়ে এ খবর জানায় এবং নিহত বন্ধু সালাউদ্দিনের লাশ বের করে আনতে বলে।
সালাউদ্দিনের বাবা শাহজাহান আলীর বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে বন্ধু সাগর হোসেন তার বন্ধু ইজিবাইক চালক সালাউদ্দিন আহমেদের ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে সে তাকে ধারাল অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে এ খবর জানায়। নিহত সালাউদ্দিন বাড়ির একটি কক্ষে একাই থাকতো।
আরও পড়ুন: সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান স্ট্যান্ড রিলিজ
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিহত সালাউদ্দিন ও তার ঘাতক বন্ধু সাগর হোসেন দুজনেই ছিল মাদকাসক্ত। তারা মাদক কারবারের সাথেও জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে একটি ইজিবাইক বেচাকেনা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর কোনো একটি কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
নিহতের পিতা শাহজাহান আলী ওরফে বাবু বলেন, 'আমি ইজিবাইক চালাতে শহরে ছিলাম। সালাউদ্দিনের মা বাড়িতে ছিল না। একাই আমার ছেলে বাড়িতে ছিল। সাগর হোসেন আমার ছেলে সালাউদ্দিনের খুব কাছের বন্ধু ছিল। আমার ছেলেকে জবাই করে হত্যার পর সে কৌশলে পালিয়ে যায়। একটা ইজিবাইক কেনাবেচা নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে ঝামেলা হচ্ছিল শুনেছি। কিন্তু এভাবে আমার ছেলেকে জবাই করে হত্যা করবে তা কখনো ভাবিনি।'
আরও পড়ুন: সাতক্ষীরার ২ শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
ঘটনার পর সাগর ও তার বাবা পলাতক রয়েছে। পুলিশ রসুলপুর গ্রামের রফিক নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ময়নাতদন্তের জন্য নিহত সালাউদ্দিনের লাশ সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, হত্যাকাণ্ডের আসল কারণ উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে। বেশ কিছু ক্লু পাওয়া গেছে। সেসব ক্লু নিয়ে পুলিশ এগোচ্ছে। পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
৩ বছর আগে
রংপুরে মেয়েকে জবাই করে হত্যা, মায়ের স্বীকারোক্তি
রংপুরের বদরগঞ্জে মেয়েকে জবাই করে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা নুরনাহার বেগম। শনিবার বদরগঞ্জ আমলি আদালতে তিনি জবানবন্দি দেন।
৩ বছর আগে
রাজশাহীতে যুবককে জবাই করে হত্যা
রাজশাহীর পুঠিয়া উপজেলার পনেরো মাইল বিহারীপাড়া গ্রামের বিলে শুক্রবার রাতে এক যুবককে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে
বগুড়ায় যুবলীগ নেতাকে প্রকাশ্যে জবাই করে হত্যা!
বগুড়া শহরের আকাশতারা এলাকায় রবিবার দুপুরে এক যুবলীগ নেতাকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে জবাই করে হত্যা
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়া মহল্লায় নিজ বাড়িতে বুধবার এক স্কুলছাত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৪ বছর আগে