বগুড়ার শেরপুরে ভটভটি ও মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল আহম্মেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কেল্লাপোষী বাজারে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. শাকিল আহম্মেদ উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন বলেন, বগুড়ার শেরপুরে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে শাকিল নিহত হয়েছেন।
এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই শাহাদৎ হোসেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু