ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হজরত মোহাম্মাদের (স:) ব্যঙ্গ চিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ অব্যাহত রয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সামবেশ করে হেফাজতে ইসলাম বগুড়া জেলা শাখা, ঠনঠনিয়া খানকা শরীফ ও ঠনঠনিয়া নূরুন আলা নূর ফাযিল মাদরাসার ছাত্র শিক্ষকরা।
মিছিলটি প্রধন পধান সড়ক ঘুরে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এক সমাবেশে করে।
এতে বক্তারা বলেন, সরকারকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব প্রদান, ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, দূতাবাস বন্ধ, পণ্য বর্জন করতে হবে। নইলে রাজপথে কঠোর কর্মসূচি দেয়া হবে।
সমাবেশে বক্তব্য দেন- হেফাজতে ইসলামের জেলা সভাপতি প্রকৌশলী শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহেদ, ঠনঠনিয়া মাদরাসার সভাপতি পীরজাদা সাব্বির আহমেদ ওসমানী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা রাগেবুল হাসান ওসমানী, মাওলনা আবু বকর সিদ্দিক, ইউনুস আলী, অব্দুল হাই বারী, অব্দুল মজিদ, মাওলানা নূরুল হক প্রমুখ।