মুন্সিগঞ্জের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় অভিজিৎ হওলাদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জৈব রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
এ সময় তার সঙ্গে থাকা রাণী হাওলাদার নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হন। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটের ফুটপাতগুলোয় শীতের কাপড় বিকিকিনিতে ধুম
নিহত অভিজিৎ হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মঠবাড়িয়া গ্রামের রতন হাওলাদেরর ছেলে। আহত রাণী হাওলাদার একই এলাকার উত্তম হাওলাদারের মেয়ে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, দুপুর ১২টার দিকে বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকা ফিরছিলেন অভিজিৎ। পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ।
তিনি আরও জানান, গুরুতর আহত বান্ধবীকে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।
আরও পড়ুন: শীতে সীমাহীন কষ্টে লালমনিরহাটের মানুষ, দেখা নেই সূর্যের