বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নড়াইল জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় আদালত সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আর পড়ুন: বঙ্গবন্ধুকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ৪ আসামির রাষ্ট্রীয় খেতাব স্থগিত
মানববন্ধনে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সব চক্রান্ত প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিটের সভাপতি মহিতোষ কুমার দে’র সভাপতিত্বে মানববন্ধন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এসএমএ জলিল, নড়াইল জেলা শাখার সহ-সভাপতি ফিরোজ কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তৌফিক হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান, সদস্য মো. বরকত উল্লাহ, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিটের সভাপতি সুলতানা বেগম প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: রিমান্ড শেষে ২ মাদরাসা
ভাস্কর্য নিয়ে বিতর্ক:
রাজধানীতে জাতির পিতার একটি ভাস্কর্য স্থাপন করা নিয়ে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়। দেশে ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেন কয়েকটি ইসলামিক রাজনৈতিক দলের নেতা। এমন পরিস্থিতির মাঝে গত ৪ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা। তার আগে ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে মধুসূদন দে স্মৃতি ভাস্কর্যের একটি অংশ কে বা কারা ভেঙে ফেলে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুকে নিয়ে ইউনেস্কোর পুরস্কারে আমরা গর্বিত: পররাষ্ট্রমন্ত্রী
মামলা: বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে মন্তব্যের জন্য রাষ্ট্রদোহের অভিযোগে ৭ ডিসেম্বর হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মামলাগুলো দায়ের করেন।
এছাড়া, ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছয়জনের বিরুদ্ধে ৯ ডিসেম্বর মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। তবে পর দিন আদালত এ মামলা খারিজ করে দেয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কারের প্রস্তাব গ্রহণ করল ইউনেস্কো
হাইকোর্টের নির্দেশ:
এদিকে, জাতির পিতার ভাস্কর্য ভাঙা ও অবমাননাকারীদের বিরুদ্ধে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে ভাস্কর্য, ম্যুরাল, প্রতিকৃতি ও স্ট্যাচুর পক্ষে সচেতনতা গড়তে ইসলামি ফাউন্ডেশন ও ইসলামি খতিবকে গণমাধ্যমে প্রচারণা চালাতে বলেছে আদালত।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ৮ ডিসেম্বর এক রিটের শুনানি নিয়ে এ আদেশ দেয়।