হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন সোমবার বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় নাগরিক এখন ভালো আছেন।’
বরগুনা সদরে কর্মরত ওই ভারতীয় নাগরিক করোনাভাইরাসে আক্রান্তের লক্ষণ জ্বর, সর্দি ও কাশি নিয়ে ১৮ মার্চ সদর হাসপাতালে ভর্তি হন। তখন থেকে তাকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তিনি ভারতের মহারাষ্ট্র থেকে ২ ফেব্রুয়ারি বরগুনায় আসেন। তিনি এখানে জুয়েলারি শ্রমিকের কাজ করেন।
জেলা সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বলেন, ‘তিনি (ভারতীয়) স্বাভাবিক জ্বর ও কাশি নিয়ে ভর্তি হয়েছিলেন। তারপরও তিনি যেহেতু ভারত থেকে এসেছিলেন তাই বাড়তি সতর্কতার জন্য তাকে আলাদা ভবনে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে পটুয়াখালী স্বাস্থ্য বিভাগ থেকে একটি প্রতিনিধিদল হাসপাতালে এসে তার রক্তসহ অন্যান্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠায়। নমুনা পরীক্ষা করে তিনি করোনায় আক্রান্ত নন বলে জানায় আইইসিডিআর। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।’
এর আগে ১৭ ফেব্রুয়ারি চীনফেরত এক শিক্ষার্থী জ্বর নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করেছিল আইইসিডিআর।