বরিশালের আড়িয়াল খাঁ নদীতে মঙ্গলবার দিবাগত রাতে ৩০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন,রাত ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চার জনের নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতোমধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন,সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশে আসছিলো কিছু মুসল্লি। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ডুবে যায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলারডুবি: আরও দুই জেলের লাশ উদ্ধার