বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী মিলিয়ে দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি আন্তঃজেলা মহাসড়কে এ ঘটনা ঘটে।
কোতয়ালি মডেল থানার ওসি মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— নগরীর রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই এনিম্যাল হেলথের স্টোরে সহকারী পদে কর্মরত ছিলেন।
কোতয়ালি থানা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অফিস শেষ করে জুয়েল এবং রাসেল নাশতা করতে মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ঝালকাঠিগামী মালবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। গুরুতর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই জুয়েলেরও মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
অন্যদিকে, দুর্ঘটনার পরপরই পরিস্থিতি বেগতিক দেখে ট্রাকটি রাস্তার ওপর রেখেই পালিয়ে যান চালক এবং সহকারী। পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম।
তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’