বরিশালে সড়ক দুর্ঘটনায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌফিক আহমেদ শুভ (২৩) নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক বাসচালক রিয়াজকে (২৪) আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর)রাত ৯টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
শুভ বাকেরগঞ্জের গোমা এলাকার মতিউর রহমানের ছেলে।
আরও পড়ুন: বরিশালে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
এদিকে, সহপাঠির মৃত্যুতে শেবাচিম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা দুই ঘণ্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন।
মঙ্গলবার দুপুর ১টায় মহাসড়কের আমতলা মোড় এলাকায় এই অবরোধ করে তারা।
অবরোধকারীরা এসময় আটক ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সড়ক চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।
অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পরে সাধারণ মানুষ। পরে পুলিশ ও মেডিকেল কলেজের শিক্ষকদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
কোতোয়ালি মডেল খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেডিকেলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। বুধবার তারা তাদের দাবি নিয়ে সিটি মেয়রের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন: বরিশালে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মেডিকেল শিক্ষার্থী নিহত