বরিশালে নৌযান শ্রমিকদের ধর্মঘটে শনিবার দিবাগত মধ্যরাত থেকে ১৮টি রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।
শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১০ দফা দাবি আদায়ে শনিবার রাতে ধর্মঘটের ঘোষণা দেন।
মালিক সমিতি সূত্রে জানা গেছে, দূরপাল্লা ও অভ্যন্তরীণ মিলিয়ে ১৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার দিবাগত রাত ১২টায় শ্রমিকরা বরিশাল টার্মিনাল থেকে লঞ্চগুলো সরিয়ে নেয় ও দূরপাল্লার নৌযান চলাচল বন্ধ আছে। ধর্মঘটের কারণে বরিশাল থেকে মালবাহী যানও চলাচল বন্ধ আছে।
নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা সভাপতি মাস্টার একিন আলি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শ্রমিকদের অন্যান্য দাবিগুলো হলো- কর্মীদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং সার্ভিস বই প্রদান; খাদ্য ও সমুদ্র ভাতা প্রদানের জন্য অবদানকারী ভবিষ্যত তহবিল ও নাবিক কল্যাণ তহবিল গঠন; কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনা ও মৃত্যুর জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান।
আরও পড়ুন: হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার