বাগেরহাটে করোনা মহামারিতে কর্মহীন,অসচ্ছল এবং নিম্ন আয়ের পরিবারকে সরকারের পক্ষ থেকে খাদ্য এবং নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। করোনাকালে গত ৬ মাসে জেলায় এক লাখ ৬৮ হাজার ৮০০ পরিবার সরকারের এই সহায়তা পেয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ওই সব পরিবারের হাতে খাদ্য ও নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ ঈদের আগে এক কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে: কাদের
জানা গেছে, করোনা সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত লকডাউন এবং কঠোর বিধিনিষেধের কারণে জেলার সুইপার, তৃতীয় লিঙ্গের মানুষ, নরসুন্দর, দিনমজুর, বিভন্ন ধরনের শ্রমিক এবং অসচ্ছলসহ নিম্ন আয়ের পরিবারগুলো কর্মহীন হয়ে পড়ে। এসব পরিবারের খাদ্য সংকট মিটাতে সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়া হয়।
বাগেরহাট জেলা প্রশাসকের দপ্তর সুত্রে জানা গেছে, করোনায় বাগেরহাটে ৬ মাসে এক লাখ ৬৮ হাজার ৮০০ পরিবারকে সরকারি সহায়তা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫৮ হাজার পরিবারকে ৫৮০ মেট্রিক টন চাল এবং এক লাখ ১০ হাজার ৮০০ পরিবারকে পাঁচ কোটি ৫৪ লাখ টাকা নগদ সহায়তা দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের অর্থ সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, জেলায় কর্মহীন,অসচ্ছল এবং নিম্ন আয়ের পরিবার যাতে খাদ্য কষ্টে না ভোগেন এজন্য তাদেরকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই সব পরিবারের হাতে খাদ্য সহায়তা এবং নগদ অর্থ তুলে দেয়া হয়। জনপ্রতি ১০ থেকে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে। আর যাদের নগদ টাকা দেয়া হচ্ছে তার পরিমাণ ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকা।
আরও পড়ুনঃ সময়মতো প্রণোদনা প্যাকেজ অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে: প্রধানমন্ত্রী
সরকারের খাদ্য ও নগদ অর্থ সহায়তা গ্রহণকারী বেশ কয়েকজন নারী-পুরুষের সঙ্গে কথা হলে তারা জানান, করোনায় কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে তাদের দিন কাটছিল। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে চাল এবং নগদ টাকা দেয়া হয়েছে। সহায়তা পেয়ে তাদের কষ্ট কিছুটা মিটেছে।