বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গে একজনের মৃত্যু হয়।
বাগেরহাট সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তাদের বয়স ৬৫ থেকে ৮০ বছরের মধ্যে।
সোমবার সকাল পর্যন্ত নতুনদের নিয়ে বাগেরহাটে করোনায় ১১১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে করোনায় ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩১২ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৪৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন।
বাগেরহাটে প্রতিদিন শনাক্তের সংখ্যা উঠানামা করছে বলে তিনি জানান।