করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলা পুলিশকে সাথে নিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে বাগেরহাটে গণপরিবহন এবং হাট-বাজারসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালান। এসময় মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে অর্থদণ্ড দেয়া হচ্ছে। ১-২০ জুন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৯২ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ছয় লাখ ১৬ হাজার ২০ টাকা জরিমানা আদায় করা হয়।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ১৪ এপ্রিল থেকে ২০ জুন রাত পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১০৬ জন। এদের মধ্যে এক নারীসহ দুইজন মারা গেছেন এবং ২৬ জন সুস্থ হয়ে উঠেছে।