স্বাস্থ্যবিধি লঙ্ঘন
স্বাস্থ্যবিধি লঙ্ঘন: বাগেরহাটে ২৯ জনকে জরিমানা
বাগেরহাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে ২৯ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সময় ২৯টি মামলা দায়ের করা হয়।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে এই অর্থদণ্ড প্রদান করেন।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: সোনারগাঁয়ে ভেজাল ওষুধ তৈরির অপরাধে ৪ জনের জরিমানা
এদিকে বাগেরহাটে দুদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে ১৫ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৩৩ শতাংশে। এই সময়ে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গত রবিবার (৩০ জানুয়ারি) বাগেরহাটে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৫৪ দশমিক ৬৮ শতাংশ।
মঙ্গলবার পর্যন্ত বাগেরহাটে করোনা শনাক্তের সংখ্যা ৭ হাজার ৪৮০ জন। জেলায় এই পর্যন্ত মারা গেছে ১৪৪ জন। সুস্থ হয়ে উঠেছে ৬ হাজার ৯৪৫ জন।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাগেরহাট জেলায় সব ধরণের সভা, সমাবেশ, সামজিক অনুষ্ঠান এবং জনসভাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে শহর-বন্দর, গ্রাম থেকে সর্বত্রই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: লকডাউন লঙ্ঘন: বাগেরহাটে একজনের জেল, ৪৯ জনের জরিমানা
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, দুই দিনের ব্যবধানে বাগেরহাটে করোনা সংক্রমণের হার ১৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। এই মুহূর্তে বাগেরহাটে করোনা আক্রান্ত ১৫ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, করোনা সংক্রমণ রোধ করতে জেলার সর্বত্রই ব্যাপকভাবে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
২ বছর আগে
স্বাস্থ্যবিধি লঙ্ঘন: পঞ্চগড়ে পশুরহাট বন্ধের সিদ্ধান্ত
পশুরহাটগুলাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ফলে পশুরহাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
শনিবার সদর উপজেলা প্রশাসনের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চলমান কঠোর লকডাউনের মধ্যেও পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের আশঙ্কায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলা শহরের রাজনগর পশুরহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: যত্রতত্র পশুর হাট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ওই বৈঠক শেষে জেলা জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে আলোচনা সাপেক্ষে পশুরহাট বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।
বৈঠকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, হাট ইজারাদার মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নির্ধারিত স্থানের বাইরে পশুর হাট বসতে দেয়া হবে না: স্থানীয় সরকারমন্ত্রী
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম জানান, পশুর হাট বন্ধ নিয়ে আলাদা কোন নির্দেশনা ছিল না। সারা দেশের মত পঞ্চগড়েও কঠোর লকডাউন মানলেও রাজনগর পশুর হাটে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা কঠিন হচ্ছিল। তাই হাট সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে এখন থেকেই রাজনগর পশুর হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে জেলার অন্য পশুর হাটগুলোও পরবর্তী নির্দেশনা না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, করোনা সংক্রমণ ঠেকাতে আপাতত জেলার সকল পশুরহাট বন্ধ থাকবে। বিষয়টি প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
৩ বছর আগে
সিরাজগঞ্জে বেশি ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৩৯ জনের জরিমানা
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে পৃথক তিনটি অভিযানে ৩৯ জনকে ১ লাখ টাকা জরিমানা করেছে র্যাব ও নৌপুলিশের ভ্রাম্যমাণ আদালত।
৪ বছর আগে
স্বাস্থ্যবিধি লঙ্ঘন: বাগেরহাটে এক মাসে ১৩৮১ জনকে অর্থদণ্ড
বাগেরহাটে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে এক মাসে ১ হাজার ৩৮১ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
৪ বছর আগে
বাগেরহাটে মাস্ক ব্যবহার না করায় ২০ দিনে ৯৯২ জনের অর্থদণ্ড
বাগেরহাটে মাস্ক ব্যবহার না করায় এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে গত ২০ দিনে ৯৯২ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ছয় লাখ ১৬ হাজার ২০ টাকা জরিমানা আদায় করা হয়।
৪ বছর আগে