জেলার ফকিরহাটে মারা যাওয়া গ্রাম পুলিশ আব্দুর সালাম (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
তিনি করোনার উপসর্গ নিয়ে গত শনিবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর আগে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল।
মঙ্গলবার পরীক্ষার প্রতিবেদন করোনা পজেটিভ আসে বলে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানিয়েছেন।
আব্দুর সালাম উপজেলার সদর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
এ নিয়ে বাগেরহাট জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন।
এদিকে, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, মঙ্গলবার জেলায় নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আর সুস্থ হয়েছেন ১৯০ জন।