বাগেরহাটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ৬৫ জন মারা গেছেন।
এই সময় নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় বাগেরহাটে করোনা শনাক্তের হার ৩৫ দশমিক পাঁচ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: করোনায় খুমেকে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু
মৃত ব্যক্তিরা হলেন- বাগেরহাট জেলার মোংলা উপজেলার আলী আকবর (৫৫) ও জেলার মোড়েলগঞ্জ উপজেলার মোকলেচুর রহমান (৭৬)।
বাগেরহাট স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় নতুন শনাক্তসহ এ পর্যন্ত ২ হাজার ৫৫০ জনের করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছে ৬৫ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৬৯৭ জন।
আরও পড়ুন: দেশে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন।
আরও পড়ুন: মাগুরায় করোনা নিয়ন্ত্রণে লকডাউন শুরু