গত ২৪ ঘণ্টায় ৯ জনসহ বাগেরহাটের ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ৩ হাজার ৪৮২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। পাশাপাশি দুই হাজার ৮৩২ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গত ১ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে তিন হাজার ৯৪১ জন প্রবাসী বাগেরহাটে আসেন। এদের অধিকাংশই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছেন। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় তিন হাজার ৪৮২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে বাগেরহাট জেলার প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়েছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া অন্য জেলা থেকে কাউকে বাগেরহাটে ঢুকতে দেয়া হচ্ছে না। তেমনি বাগেরহাট জেলা থেকে কাউকে বের হতে দেয়া হচ্ছে না।
বাগেরহাটের নওয়াপাড়া, কুদিরবটতলা,মোল্লাহাট, চিতলমারী এবং মোড়েলগঞ্জের মহিষপুরা এলাকায় পাঁচটি চেকপোস্ট বসানো হয়েছে। জেলার বিভিন্ন সড়কে পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে সেনা সদস্যরা।