সুন্দরবন থেকে শিকার করে লোকালয়ে ফেরার সময় ৩৬ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবন সংলগ্ন চটেরহাট এলাকার নিত্তিখালী খালে সুন্দরবন বিভাগ এবং পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে। এ সময় একটি নৌকা জব্দ করা হয়।
আটক মনির হোসেন (২৮) রামপাল উপজেলার কাঠালী গ্রামের ইউনুচ শেখের ছেলে। তিনি পেশায় হরিণ শিকারি বলে বন বিভাগ জানিয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করার পর মাংস নিয়ে লোকালয়ে ফিরছিল একদল শিকারি। গোপন সূত্রে এমন খবর পেয়ে পুলিশ এবং বনবিভাগ যৌথ অভিযান চালায়। এ সময় নিত্তিখালী খাল থেকে একটি নৌকাসহ মনিরকে আটক করা হয় এবং আরেক শিকারি দৌড়ে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৩৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।