বান্দরবানে লোঙ্গা খুমী (৪০) নামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গতকাল শুক্রবার (১৯ মে) বিকালে সেনাবাহিনীর একটি চৌকস টহল দল গোপন অভিযান পরিচালনা করে জেলার রুমা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার লোঙ্গা খুমী রুমা উপজেলার ঙাচা খুমীর ছেলে।
জানা গেছে, তিনি দৈনিক মানবজমিন পত্রিকার রুমা প্রতিনিধি। তাকে গতকাল সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি দীর্ঘদিন যাবত সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন বলে সেনা সূত্রে জানা গেছে। তার সরাসরি সম্পৃক্ততা বিষয়ক কেএনএফ-এর একটি গোপন অফিসিয়াল নথি সম্প্রতি সেনাবাহিনীর হাতে আসলে সেই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ইয়াবা জব্দ, কলেজশিক্ষক গ্রেপ্তার
উক্ত গোপন নথিতে কেএনএফের শীর্ষ নেতৃত্বের একটি অফিসিয়াল তালিকা রয়েছে, যার সর্বপ্রথমে প্রেসিডেন্ট হিসেবে রয়েছে নাথান বম-এর নাম এবং পরবর্তীতে অন্যান্য নেতাদের মধ্যে কেএনএফের অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি হিসেবে লোঙ্গা খুমীর নাম উল্লেখ রয়েছে।
গোয়েন্দা সূত্র আরও নিশ্চিত করেছে যে, মিডিয়া জগতে কেএনএফের হীন পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যেই তিনি গত প্রায় দুই বছর পূর্বে মানবজমিন পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন।
লোঙ্গা খুমী রুমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির ব্যানারে তিনি গত ২০১৬ সালে রুমা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেন।
লোঙ্গা খুমী গত ২০০৮ সালে কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও) এর সহ-সভাপতি হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি কেএনএফের অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়ে এখন পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
তার বিরুদ্ধে রুমা থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরেই তাকে আদালতে পাঠানো হয় বলে ওসি জানান।
আরও পড়ুন: অবৈধ কারেন্ট জালসহ ১৭ জেলে গ্রেপ্তার