মাগুরায় বাস উল্টে রাস্তার পাশে খাদে ডুবে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ ৩০ জন। রবিবার বিকাল ৪টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ গ্রামের মামুন মিয়া (২০), শালিখা উপজেলার দিঘলগ্রামের বারি মিয়ার স্ত্রী সহিরন নেছা (৫০), শতখালী গ্রামের হারুন মিয়ার স্ত্রী নাজমা খাতুন (৩২)। মামুন মিয়া ওই বাসের হেলপার। অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। তিনি বাস ড্রাইভার কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি।
আহতদের মাগুরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের মধ্যে আটকে থাকা দুই নারী ও দুই পুরুষের লাশ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মাহাবুব জানান, যশোর থেকে মাগুরাগামী বিসমিল্লাহ নামের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাগুরায় ২ লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার