ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের চার দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রী (নববধূ) তছলিমা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
আরও পড়ুন: বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ
সৌদিআরব প্রবাসী স্বামী হামিদুল ভূঁইয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিয়ে করে তাসলিমাকে ঘরে তুলে নেয় হামিদুল। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে ধারালো ছুরি দিয়ে তাসলিমাকে গলা কেটে হত্যা করে স্বামী হামিদুল।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, হত্যার পর পরই স্বামীসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ৪ দিনের রিমান্ডে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রী
কুষ্টিয়ায় স্ত্রীসহ ৩ জনকে হত্যা: সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড