বিয়ে
বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে খুন: পিবিআই
বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইয়ের) তদন্তে এমন তথ্যই উঠে এসেছে।
নয়ন বড়ুয়া নামের এক ব্যক্তি তার প্রেমিকাকে হত্যা করেছেন বলে তদন্তে উঠে আসে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২২ মার্চ চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের নীচ থেকে বস্তাবন্দী তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা তদন্ত করতে গিয়ে চট্টগ্রামের মোহরা এলাকা থেকে নয়ন বড়ুয়া নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পিবিআই।
আরও পড়ুন: সিলেটে যুবককে খুন করে টাকা ও মোটরসাইকেল ‘ছিনতাই’
তারা আরও জানায়, হত্যার পর গুম করতেই লাশটি কম্বল পেচিয়ে বস্তাবন্দি করে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের নিচে ফেলে যায় ঘাতক।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘একটি তৈরি পোষাক কারখানায় কাজ করার সময় নয়ন বড়ুয়ার সঙ্গে প্রেম হয় জ্যোস্না বেগম নামের যুবতীর। স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসকালে নয়নকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার জন্য চাপ দিয়ে আসছিলেন জ্যোস্না বেগম। এর জের ধরে জ্যোস্নাকে গলা টিপে হত্যা করে নয়ন। এরপর বন্তাবন্দি করে লাশ ফেলে দেওয়া হয়।’
আটক হবার পর আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
১৪ দিন আগে
চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে স্বামী খুন!
চট্টগ্রামে পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের জোড়া খাম্বার পাশে মর্জিনার মায়ের কলোনির দ্বিতীয় তলার ৬ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শোলকিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শ্রমিক ছিলেন। বর্তমানে বসুন্ধরায় বসবাস করতেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ নিহত আলাউদ্দিন কিছুদিন আগে নুর জাহানকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেন। তবে তাকে না জানিয়েই সম্প্রতি পঞ্চম বিয়ে করেন তিনি। যা নিয়ে আলাউদ্দিন ও চতুর্থ স্ত্রী নুর জাহানের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এর একপর্যায়ে আলাউদ্দিন নুর জাহানকে তালাক দেওয়ার হুমকি দিলে এতে ক্ষুব্ধ হয়ে নুর জাহান পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেন। ঘটনার দিন রাতে ঝগড়ার পর আলাউদ্দিন ঘুমিয়ে পড়লে দিবাহত রাতে নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।’
আরও পড়ুন: কক্সবাজারে ভাতিজার হাতে চাচা খুনের অভিযোগ
‘পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারসহ নুর জাহানকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
৪৩ দিন আগে
জাপানে সবচেয়ে কম শিশু জন্মহার ২০২৩ সালে, কমেছে বিয়ের হারও
জাপানে টানা অষ্টম বছরের মতো গত বছর শিশুর জন্মহারের সংখ্যা কমে নতুন করে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত সরকারি তথ্যে এই বিষয়টি উঠে এসেছে।
দেশেটির একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আগামী ছয় বছরে এই প্রবণতা বিপরীতমুখী করা দেশটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালে জাপানে ৭ লাখ ৫৮ হাজার ৬৩১ শিশুর জন্ম হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কম। ১৮৯৯ সালে জাপান এই পরিসংখ্যান সংকলন শুরু করার পর থেকে এটিই সর্বনিম্ন জন্মহারের রেকর্ড।
পরিসংখ্যানে দেখা যায় বিয়ের সংখ্যা কমেছে ৫ দশমিক ৯ শতাংশ। ফলে ৪ লাখ ৮৯ হাজার ২৮১ দম্পতিতে দাঁড়িয়েছে, যা বিগত ৯০ বছরের মধ্যে প্রথমবারের মতো অর্ধ মিলিয়নের নিচে নেমে এসেছে। এটি শিশু জন্মহার কমার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। তবে পিতৃতান্ত্রিক ঐতিহ্যের উপর ভিত্তিতে এবং পারিবারিক মূল্যবোধের কারণে জাপানে বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ার ঘটনা বিরল।
জরিপে দেখা গেছে, অনেক তরুণ জাপানিরা বিয়ে বা পরিবার গঠনে অনীহা প্রকাশ করে থাকেন। এর কারণ হিসেবে দেখা গেছে চাকরির সম্ভাবনা কম থাকায় তারা নিরুৎসাহিত হন। এছাড়া আয়ের চেয়ে জীবনযাত্রার উচ্চ ব্যয় দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া এবং কর্পোরেট সংস্কৃতি- যা বাবা-মা উভয়েরই কাজ করার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কারণও উল্লেখযোগ্য। এমনকি কান্নাকাটি করা শিশু এবং শিশুদের বাইরে খেলাধুলা করা ক্রমবর্ধমানভাবে একটি উপদ্রব হিসাবে বিবেচিত হয় তাদের কাছে। এর বাইরে অনেক তরুণ বাবা-মা বলেন যে তারা প্রায়শই বিচ্ছিন্ন বোধ করেন।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, চলমান নিম্নগামী জন্মহার 'সংকটজনক অবস্থায়' রয়েছে।
তিনি বলেন, 'আগামী ছয় বছর বা ২০৩০ সাল পর্যন্ত তার বেশি সময় তরুণ জনসংখ্যা দ্রুত হ্রাস পেতে শুরু করবে, তখন আমরা এই প্রবণতা বিপরীত করতে সক্ষম হতে পারি। 'নষ্ট করার মতো সময় নেই।'
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিম্ন জন্মদানকে 'জাপানের সবচেয়ে বড় সংকট' বলে অভিহিত করেছেন এবং একটি প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছেন যার মধ্যে বেশিরভাগ প্রসব, শিশু এবং তাদের পরিবারের জন্য আরও সহায়তা এবং ভর্তুকি অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: বাবার আপিল খারিজ, জাপানি ২ শিশু থাকবে মায়ের জিম্মায়
তবে বিশেষজ্ঞরা বলছেন যে সরকারের এই প্রচেষ্টা কার্যকর হবে কি না তা নিয়ে তারা সন্দিহান। কারণ, এখন পর্যন্ত তারা মূলত এমন লোকদের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে যারা ইতোমধ্যে বিবাহিত বা ইতোমধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে বিয়েতে বা পরিবার গঠন করে সন্তান নিতে অনাগ্রহী তরুণদের ক্রমবর্ধমান জনসংখ্যাকে যথেষ্টভাবে সম্বোধন করা হয়নি ওই প্রণোদনা কর্মসূচিতে।
জন্মহারের সংখ্যা বিগত ৫০ বছর থেকে কমছে। এই সংখ্যাটি প্রায় ২১ লাখে পৌঁছেছিল। বার্ষিক সংখ্যা ৭ লাখ ৬০ হাজারের নিচে নেমে আসার ঘটনা আগের পূর্বাভাসের চেয়ে দ্রুত ঘটেছে, যা ২০৩৫ সালের মধ্যে ঘটার কথা ছিল।
২০৭০ সালের মধ্যে ৩০ শতাংশ কমে জাপানের জনসংখ্যা ১২ কোটি ৫০ লাখের বেশি থেকে ৮ কোটি ৭০ লাখে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। এই জনসংখ্যার মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রতি ১০ জনের মধ্যে ৪ জনের বয়স হবে ৬৫ বা তার বেশি।
অন্যদিকে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা মোকাবিলায় দেশটি তার সামরিক বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করায় অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি নিম্নমুখী এবং বয়স্ক জনসংখ্যার ব্যাপক চাপে রয়েছে।
আরও পড়ুন: চীনে জন্মহার কমলেও জনসংখ্যা ১৪০ কোটি ছাড়াল
৪০৪ দিন আগে
বিয়ের ৪ দিনের মাথায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের চার দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রী (নববধূ) তছলিমা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।
আরও পড়ুন: বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ
সৌদিআরব প্রবাসী স্বামী হামিদুল ভূঁইয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিয়ে করে তাসলিমাকে ঘরে তুলে নেয় হামিদুল। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তারই জের ধরে ধারালো ছুরি দিয়ে তাসলিমাকে গলা কেটে হত্যা করে স্বামী হামিদুল।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, হত্যার পর পরই স্বামীসহ বাড়ির লোকজন পালিয়ে যায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ৪ দিনের রিমান্ডে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রী
কুষ্টিয়ায় স্ত্রীসহ ৩ জনকে হত্যা: সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
৪১৮ দিন আগে
বনশ্রীতে বিয়ের তিন দিন পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় বিয়ের তিন দিন পর নিজ বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আফিয়া মুর্শিদা চৈতি আলমের সঙ্গে তৌহিদের বিয়ে হয় মাত্র তিন দিন আগে। তার বয়স ছিল ৩৭ বছর।
আরও পড়ুন: বনশ্রীতে ভবন থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
চৈতির ভাই ওমর ফারুক জানান, গত সপ্তাহেই পারিবারিকভাবে তৌহিদ ও চৈতির বিয়ে হয়।
ফারুক জানান, এরপর চৈতি তার স্বামীর সঙ্গে বনশ্রীর ই-ব্লকের একটি অ্যাপার্টমেন্টের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে চলে আসেন।
তৌহিদের পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মা ও বোন বিয়ের পর থেকেই চৈতির সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন।
তার শ্বশুরবাড়ির লোকজনের ‘মানসিক নির্যাতনের’ কারণে চৈতি আত্মহত্যা করতে পারে বলে দাবি করেছেন তার ভাই।
শুক্রবার রাতে তৌহিদ ফারুককে ফোন করে জানাযন, চৈতি নিজেকে একটি কক্ষে আটকে রেখেছেন এবং ফোন রিসিভ করছেন না।
দরজা ভাঙার পর চৈতিকে সিলিং ফ্যানের সঙ্গে স্কার্ফের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দক্ষিণ বনশ্রী থেকে অপহৃত শিক্ষক উদ্ধার, আটক ৫
রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
৪৯২ দিন আগে
কুষ্টিয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীর বাড়িতে আগুন
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি-ধামকির পরে এক কলেজছাত্রীর বাড়িতে সপ্তাহের ব্যবধানে দুইবার আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রেমিকের বিরুদ্ধে।
শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামে এঘটনা ঘটে। এতে গোয়ালঘর, তিনটা ষাঁড় ও প্রায় ১৫ লাখ টাকা ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: যশোরে রাতে বিআরটিসির বাসে আগুন
রবিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে, গোয়ালঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া একটা গরু বাঁধা রয়েছে। বাড়ির বিভিন্ন জায়গায় আগুনের চিহ্ন রয়েছে।
এসময় ওই কলেজ ছাত্রীর বাবা বলেন, নন্দনালপুর ইউনিয়নের এলংগী গ্রামের ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সম্রাট শেখ দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে পথেঘাটে বিরক্ত করে আসছে। মাঝেমাঝে বিয়ের জন্য বাড়িতে লোক পাঠায়। কিন্তু আমরা বিয়েতে রাজি না হওয়ায় প্রায়ই হুমকি দিত। গেল কয়েক বছর ধরে সম্রাট সৌদি আরবে চলে গেছে। সেখান থেকে সম্রাট নিয়মিত ফোনে আমার মেয়েকে হত্যা ও আমার ঘরবাড়ির জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে।
তিনি আরও বলেন, একপর্যায়ে শনিবার রাত ১টার দিকে আমার গোয়ালঘর, বসতঘরের প্রবেশপথ ও রান্নাঘরে আগুন জ্বলে উঠে। এসময় আমাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ আনলেও পুড়ে গেছে গোয়ালঘর, গোয়ালঘরে থাকা দুই মণ রসুনের বীজ, শ্যালোইঞ্জিন ও প্রায় ১০ লাখ টাকা মূল্যের তিনটা গরু।
আরও পড়ুন: খিলগাঁওয়ে বাসে আগুন, যাত্রী দগ্ধ
৫১৯ দিন আগে
বগুড়ায় বিয়ের আশ্বাস দিয়ে বিধবাকে ধর্ষণের অভিযোগ
বগুড়ার শাজাহানপুরে ৪২ বছর বয়সী বিধবা এক নারীকে বাসায় ডেকে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বগুড়া সদর থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) ভুক্তভোগী ঐ নারী এসব তথ্য জানান।
আরও পড়ুন: বাগেরহাটে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ভুক্তভোগী ঐ নারী অভিযোগ করেন যে, প্রায় ১৫ বছর আগে তার স্বামী মারা গেলে তিনি এক সন্তান নিয়ে দীর্ঘদিন যাবত একাকী জীবন যাপন করছেন। কিছুদিন আগে পাশ্ববর্তী মাঝিড়া ইউনিয়নের ডুমুনপুকুর গ্রামের মৃত মোরতাজ উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম পিন্টুর (৫৫) সঙ্গে তার বিয়ে ঠিক হয়।
এমন পরিস্থিতিতে হবু স্ত্রী হওয়ার এই সুযোগ নিয়ে সিরাজুল ইসলাম পিন্টু তাকে বিভিন্ন সময়ে ফোন দিয়ে দেখা করার জন্য বলে। কিন্তু সে একাকী দেখা করতে অপারগতা প্রকাশ করে আসছিল।
অভিযোগে আরও বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি সিরাজুল ইসলাম পিন্টুর বোন পরিচয় দিয়ে এক নারী তাকে বলে কয়েকদিন পরেই আমার ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। তাই জামা কাপড় তৈরি ও পছন্দমত কসমেটিকস কিনে দেয়ার কথা বলে বগুড়া শহরের কলোনীর বাসায় নিয়ে আসে। বাসায় গেলে সিরাজুল ইসলাম পিন্টু তাকে ধর্ষণ করে, কিন্তু এখন সে বিয়ে করছে না।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে।
এছাড়া তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মামলা নিতে আদালতের নির্দেশ
চাঁদপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
৭৫৯ দিন আগে
৯৩তম জন্মদিনে প্রেমিকাকে বিয়ে করলেন চন্দ্রজয়ী বাজ অলড্রিন
চন্দ্রজয়ী নভোচারী এডউইন ‘বাজ’ অলড্রিন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে একটি ঘরোয়া অনুষ্ঠানে তিনি তার ‘দীর্ঘদিনের প্রেমিকা’ ড. আনকা ভি ফাউরকে (৬৩) বিয়ে করেছেন।
পোস্টে তিনি জানান, শুক্রবার (২০ জানুয়ারি) তার ৯৩তম জন্মদিনে তিনি বিয়ে করেন।
আরও পড়ুন: সিটবেল্ট ব্যবহার না করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা
নীল আর্মস্ট্রং-এর সঙ্গে চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ হিসেবে অলড্রিনের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
তিনি লিখেছেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমার দীর্ঘদিনের প্রেমিকা ও সঙ্গী ড. আনকা ভি ফাউর ও আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা লস অ্যাঞ্জেলেসে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের আয়োজন করেছিলাম এবং ঘর থেকে পালানো কিশোরের মতোই উত্তেজিত ছিলাম।’
নববধূর বেশ কয়েকটি ছবিসহ দেয়া পোস্টটিতে শনিবারের মধ্যে ফেসবুকে ৫৩ হাজারের বেশি ‘লাইক’ ও ‘লাভ রিয়েক্ট’ পড়েছে।
১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো ১১ মহাকাশযানে করে নভোচারী আর্মস্ট্রং ও অলড্রিন চাঁদের মাটিতে পা রাখেন। মাইকেল কলিন্স ছিলেন এ অভিযানের তৃতীয় সদস্য।
আরও পড়ুন: বুরকিনা ফাসোতে চরমপন্থীদের হাত থেকে ৬৬ নারী-শিশু মুক্ত
তিব্বতের তুষারধসে আরও লাশ উদ্ধার, মৃত্যু বেড়ে ২৮
৮০৬ দিন আগে
ঢাকার স্কুলে পরিচয় ও প্রেম, অতঃপর ভারতে বিয়ে!
সত্যিই ভৌগলিক সীমা কখনও প্রেমের পথে বাধা হতে পারে না। আরেকবার তা সত্যি করেছেন বন্যা ও অনির্বাণ।
একবিংশ শতাব্দীর শুরুর দিকে ভারত থেকে ঢাকায় পড়তে আসেন বন্যা বড়ুয়া। এসময় তিনি তার সহপাঠী অনির্বাণ চৌধুরীর প্রেমে পড়েছিলেন। দুজনেই তখন রাজধানী ঢাকার মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।
আরও পড়ুন: আবারও আসিফ-লগ্নজিতার মেলবন্ধন
সে সময়ে বন্যার বাবা গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়া নিষিদ্ধ ভারতীয় বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি তখন বাংলাদেশের একটি কারাগারে বন্দি ছিলেন।
মূলত ১৯৯৭ সালে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অভিযান থেকে বাঁচতে চেটিয়া বাংলাদেশে লুকিয়ে ছিলেন। এ অভিযোগে তাকে জেলে পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগও আনা হয়েছিল।
উলফার সাধারণ সম্পাদককে অবশ্য ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশগ্রহণের জন্য ২০১৫ সালে ভারতে ফেরত পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: ১ ঘণ্টার পুলিশ সুপার ৯ম শ্রেণির শিক্ষার্থী!
এর সাতবছর পর, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ডিব্রুগড় শহরের কাছে অনুপ চেটিয়ার আদি গ্রাম জেরাইগাঁওয়ে বন্যা ও অনির্বাণ গাঁটছড়া বাঁধেন।
বিয়ের পর তাদের আরেকটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠান হবে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। অনির্বাণ এখন সেখানে কর্মরত আছেন।
চেটিয়া সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি তখন জেলে থাকার কারণে তাদের সম্পর্কের কথা জানতাম না। কিন্তু আমাদের বিপ্লবে তারা যে ধরনের সাহায্য করেছিল, তার জন্য বাংলাদেশের মানুষের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।’
উল্লেখ্য, চেটিয়া এবং কয়েকজন যুবক মিলে ১৯৭৯ সালে উলফা প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপর থেকে তারা একটি পৃথক অসমীয়া মাতৃভূমির জন্য লড়াই করছেন।
আরও পড়ুন: আরিয়ানকে সিনেমার প্রস্তাব দেন শাকিব খান
৯১৩ দিন আগে
মাকে বেঁধে মাথায় অস্ত্র ঠেকিয়ে কলেজছাত্রীকে বিয়ের অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে মাকে রশি দিয়ে বেঁধে রেখে মেয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর করিয়ে বিয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ মে) রাতে উপজেলার পান্টি বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই তরুণী কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এ বছর অনার্স সম্পন্ন করেছেন।
অভিযুক্ত ওই ব্যক্তি তিতাশ (৪০) কুমারখালী উপজেলার পান্টি এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের নাতি ও বরিশাল জেলার বাসিন্দা।
বুধবার সকালে সরেজমিন গেলে ওই তরুণীর মা বলেন, স্থানীয় ওয়াইফাই ব্যবসায়ী রোমান ও লাহোরী ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিতাশসহ বেশ কয়েকজনকে নিয়ে পাকা ও দেওয়ালে ঘেরা বাড়ির পেছন দরজা দিয়ে প্রবেশ করে। এ সময় তাঁদের হাতে আআগ্নেয়াস্ত্র, দা, ডাসা, রশি ছিল। তারা এসেই আমাকে বলে তোর মেয়েকে তিতাশের সাথে বিয়ে দিতে হবে। না হলে মেরে ফেলে হবে। বিয়েতে রাজি না হলে ওরা প্রথমে আমাকে রশি দিয়ে বেঁধে মেয়ের কক্ষে নিয়ে যায়। পরে মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিন নামায় স্বাক্ষর করিয়ে নেয়।
পড়ুন: উড়ন্ত বিমানে মাঝ আকাশে বিয়ে!
তিনি বলেন, এ বিয়ে আমরা মানি না। কিন্তু আমরা খুব ভয়ে আছি।
ওই কলেজছাত্রী জানান, প্রায় ৬ বছর আগে থেকেই তিতাশ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। ওই দিন রাতে হঠাৎ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বিয়ের কথা বলে। মাকে বেঁধে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাপ সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। যে কারণে বাধ্য হয়ে ভয়ে কাবিননামায় স্বাক্ষর করেছি। স্বাক্ষর নেয়ার পর তারা চলে যায়।
ওই বাড়ির ভাড়াটিয়া রায়হান উদ্দিন জানান, দোকান বন্ধ করে রাত ১০ টার দিকে বাসায় ফিরি। সে সময় রোমান, লাহোরীসহ কয়েকজন তাকে ডাক দেয়। বাইরে আসা মাত্রই মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে একটি রুমে আটকে রাখে। পরে জানতে পারি অস্ত্র ঠেকিয়ে বিয়ে করে চলে গেছে।
এ বিষয়ে জানতে রোমান ও লাহোরীর ব্যবসা প্রতিষ্ঠান পান্টি এলাকার পপি সুপার মার্কেটে যাওয়া হয়। গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। পরে তাঁদের মুঠোফোনে কল দেয়া হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত তিতাশকে কল করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন: বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ, পুলিশের বিরুদ্ধে মামলা
১০৪১ দিন আগে