শনিবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লাগামহীনভাবে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় এ দ্রব্যের মূল্য। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ভ্রাম্যমাণ আদালত আর জেল-জরিমানার মতো কঠোর ব্যবস্থা নিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, বন্যা ও বৃষ্টির কারণে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে।
বাজার করতে আসা কয়েকজন জানান, করোনার কারণে তাদের এমনিতেই আয় রোজগার নেই। ধারদেনা করে বাজার করতে হচ্ছে। তার ওপর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
বাজারে মাত্র কয়েক দিনের ব্যবধানে ৩৮ টাকা কেজির মোটা চাল এখন ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে প্রতিকেজি ৪০ টাকার পেঁয়াজ ৪৫, রসুন ১০০, ২০ টাকার বেগুন ৭০, ১০ টাকার পেঁপে ৩০, ২০ টাকার কাঁচকলা ৫০, বরবটি, কুচুর লতি ও কচুর মুখি ৪০, ওল ৪৫, আলু ৩৫, ডাটা ৩০, টমেটো ১০০, মিষ্টি কুমড়া পিস প্রতি ৩০, বাঁধাকপি ৫০, প্রতিকেজি ঢেঁরস ৪০, ঝিঙ্গা ৩০, লাল শাক ৩০, লাউ প্রতিটি কমপক্ষে ৩০, কাঁকলো প্রতিকেজি ৩০ ও লেবু ২০ টাকা হালি বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী রেজোয়ান বলেন, ‘বন্যা ও বৃষ্টির ফলে কাঁচা তরকারির ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া করোনার কারণে বাইরে থেকে চালান কম আসার ফলে জিনিসপত্রের দাম বাড়ছে।’