ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে লাশ দু’টি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
তার আগে সোমবার বিকালে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই কিশোর।
নিহতরা হলেন- উজানচরনওপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১২) ও একই গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৬)। ফয়সাল উচাখিলা স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র ও পৃথিবী সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, উপজেলাটির উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে পৃথিবী। ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল আরেক কিশোর ফয়সাল। ওই সময় গোসলে নেমে পৃথিবী ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় ফয়সাল। এতে সেও নিখোঁজ হয়। বিষয়টি নদের তীর থেকে কয়েকজন দেখে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং স্থানীয় ভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৭টার দিকে নিখোঁজ পৃথিবী ও রাত সাড়ে ৮টার দিকে ফয়সালের লাশ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজদের উদ্ধারে ডুবুরি দল এনে খোঁজ করতে নামানো হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়। লাশ দু’টি পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।