পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল জানান, শনিবার সন্ধ্যায় ওসি শাহাদত হোসেন টিটুকে প্রত্যাহারের বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে।
অন্যদিকে করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউন উপেক্ষা করে বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজায় প্রায় লাখো মানুষ অংশ নেয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার দুই উপজেলার সাতটি গ্রামের বাসিন্দাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করতে সাতটি গ্রামকে লকডাউনের নির্দেশ দিয়েছে প্রশাসন।
শনিবার সন্ধ্যায় গ্রামগুলোতে নির্দেশনার বিষয়ে মাইকিং করে জানিয়ে দেয়া হয়। গ্রামগুলো হল- আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা, বৈগইর, মৈশাইর, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর, সীতাহরণ, বড়ইবাড়ি ও বেড়তলা । এই গ্রামের কেউ আগামী ১৪দিন বাড়ি থেকে বের হলেই আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল (সার্কেল) মাসুদ রানা জানান, প্রশাসনের নির্দেশে গ্রামের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে এবং তা বাস্তবায়নে সাত গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এলাকাগুলোতে সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে। সেই সাথে এই গ্রামের কাউকে গ্রাম থেকে বের হতে দেয়া হবে না। খোলা থাকবে না কোন কোন দোকানপাট। তবে গ্রামবাসীদের যেকোন প্রয়োজনে জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আরও পড়ুন: করোনা ঝুঁকিতেও ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় জনস্রোত
প্রসঙ্গত, শনিবার সকালে আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় অনুষ্ঠেয় এ নামাজে জানাজায় প্রায় লাখো মানুষ অংশ নেন।
মাদরাসার প্রান্তর ছাড়িয়ে জানাজার সারি দীর্ঘ হয় ঢাকা-সিলেট মহাসড়কেও। এতে দেশের বিভিন্ন স্থান এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদরাসা ছাত্র এবং সাধারণ মানুষ যোগ দেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা জুবায়ের আহমদ আনসারী (৫৯)। তার বাড়ি জেলার নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে। ব্রাহ্মণবাড়িয়ার ওই এলাকা থেকে ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি।