বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে। করোনায় ১৫ ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ১৯ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫১৪ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সিলেট বিভাগে করোনা শনাক্ত ৪২ হাজার ছাড়াল
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৮৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল জেলায় ৩৩৫ জন , ভোলায় ১৮২, পটুয়াখালীর ১৭৬, পিরোজপুরে ৭৪, বরগুনায় ৬৪ ও ঝালকাঠি জেলাতে ২৭ জন রয়েছেন। বর্তামানে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৯৯৮ জনে দাঁড়াল।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় প্রাণ গেল আরও ১০ জনের
এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩৪৩ জন ভর্তি রয়েছেন। যার মধ্যে ১২০ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪১ জন নতুন রোগী ভর্তি হয়েছে।