ঈদের দিনে ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে চাকায় ওড়না পেচিয়ে প্রাণ হারিয়েছেন ছোট বোন।এতে বড় ভাইও আহত হন।
বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলার থাউও গ্রামের মোড় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত রশ্মি খাতুন(১৪) ও আহত মোটরসাইকেল চালক বড় ভাই ফারুক হোসেন (২১) আত্রাই উপজেলার থাউও গ্রামের আব্দুর রাজ্জাকের সন্তান।
আরও পড়ুন: কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় ভাই ও বোনের মৃত্যু
আত্রাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে খাওয়া দাওয়া শেষে বড় ভাই ফারুক হোসেনের সঙ্গে ছোট বোন রশ্মি খাতুন মোটরসাইকেল যোগে নিজ গ্রামের বাড়ি থেকে ঘুরতে বের হয়। নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের ওঠার সময় থাউও গ্রামের মোড়েই মোটরসাইকেলের পেছনের চাকায় রশ্মির ওড়না পেচিয়ে যায়।
এতে মোটরসাইকেলটির চাকা জ্যাম হয়ে গেলে দুই ভাইবোন রাস্তার ওপর ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন ঘটনাটি ঘটনাটি দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় রশ্মি খাতুন ও তার ভাই ফারুক হোসেনকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক রশ্মি খাতুনকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় ফারুক হোসেন সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয় ছোট বোন রশ্মি খাতুন।
অসাবধানতা পেছনের চাকায় রশ্মির ওড়না পেচিয়ে শ্বাসরোধ হয়ে মারা যায় সে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে।