ওড়না
শ্যালো মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনারচর পূর্বপাড়ায় শ্যালো মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে রাশেদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: ঢাকা কলেজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রাশেদা বেগম চিনারচর পূর্বপাড়া গ্রামে মৃত শক্কুর আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাশেদা বেগম বাড়ির পাশে ফসলের মাঠে কাজ করার সময় অসাবধানতাবশত শ্যালো মেশিনে গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘এ ঘটনায় ইসলামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
আরও পড়ুন: রাজবাড়ীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
মানিকগঞ্জে পিকনিকের ট্রলার ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার
৪ মাস আগে
ভাইয়ের মোটরসাইকেলের চাকায় ওড়না পেচিয়ে মৃত্যু হলো বোনের
ঈদের দিনে ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে চাকায় ওড়না পেচিয়ে প্রাণ হারিয়েছেন ছোট বোন।এতে বড় ভাইও আহত হন।
বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলার থাউও গ্রামের মোড় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত রশ্মি খাতুন(১৪) ও আহত মোটরসাইকেল চালক বড় ভাই ফারুক হোসেন (২১) আত্রাই উপজেলার থাউও গ্রামের আব্দুর রাজ্জাকের সন্তান।
আরও পড়ুন: কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় ভাই ও বোনের মৃত্যু
আত্রাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে খাওয়া দাওয়া শেষে বড় ভাই ফারুক হোসেনের সঙ্গে ছোট বোন রশ্মি খাতুন মোটরসাইকেল যোগে নিজ গ্রামের বাড়ি থেকে ঘুরতে বের হয়। নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের ওঠার সময় থাউও গ্রামের মোড়েই মোটরসাইকেলের পেছনের চাকায় রশ্মির ওড়না পেচিয়ে যায়।
এতে মোটরসাইকেলটির চাকা জ্যাম হয়ে গেলে দুই ভাইবোন রাস্তার ওপর ছিটকে পড়ে যান। স্থানীয় লোকজন ঘটনাটি ঘটনাটি দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় রশ্মি খাতুন ও তার ভাই ফারুক হোসেনকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক রশ্মি খাতুনকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় ফারুক হোসেন সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে ঘুরতে বের হয় ছোট বোন রশ্মি খাতুন।
অসাবধানতা পেছনের চাকায় রশ্মির ওড়না পেচিয়ে শ্বাসরোধ হয়ে মারা যায় সে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
মেহেরপুরে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নাজমা খাতুন (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার তেঁতুলবাড়ীয়া-কাজীপুর সড়কের সাহবেনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা গাংনী উপজলোর তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়ার পাড়া এলাকার আসমত আলীর মেয়ে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নাজমা সরকারি রাস্তা (সংস্কার) মেরামত করার জন্য নারী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ভ্যানে চড়ে সাহেবনগর গ্রামের কাছে পৌঁছালে হঠাৎ ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
ওসি আর বলেন, উদ্ধার করে পাশের বামন্দী গ্রামের একটি ক্লিনিকে নেয়ার সময় পথেই তিনি মারা যান।
আরও পড়ুন: কুমিল্লায় গৃহবধূ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু
কক্সবাজারে সমুদ্রে ভেসে গিয়ে পর্যটকের মৃত্যু!
২ বছর আগে