বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হন্তান্তর করে।
গত দেড় বছর ধরে তারা ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ণ হোমে আটক ছিল।
ফেরত আসা কিশোররা হলো- রাজশাহী সদরের বোয়ালিয়া থানার শালবাগান এলাকার মিঠু মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৫), একই এলাকার মিঠু হোসেনের ছেলে আলামিন ইসলাম (১৬), পঞ্চগড় জেলার আটোয়ারী থানার ছরারপাড় এলাকার রাজু হোসেনের ছেলে আরিফ হোসেন (১৫) ও সুনামগঞ্জ জেলা সদরের সাহাব উদ্দীনের ছেলে নূর মোহাম্মদ (১৪)।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, তারা বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করলে পুলিশ তাদের আটক করে। এদের বয়স ১৮ বছরের নিচে কম হওয়ায় কারাগারের পরিবর্তে বালুরঘাট শুভায়ণ হোমে আটকে রাখা হয়। এরপর দুদেশের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের হস্তান্তর করা হয়েছে।