মৃত নারী চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, ওই নারী জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সকালে চরফ্যাশন শহরে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তাকে কয়েকটি পরীক্ষা দিলে তা করিয়ে ফেরার পথেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ডা. শোভন আরও জানান, মারা যাওয়া ওই নারীর স্বামী কিছু দিন আগে চট্টগ্রাম থেকে বাড়ি আসেন। তারপরই বাড়িটি লকডাউন করা হয়।
এদিকে, ভোলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ৪৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো।
ভোলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল রুম জানায়, রবিবার ১২ রোগীর নমুনা পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৩১২ রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকা ও বরিশাল পাঠানো হলো। এর মধ্যে ২২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে দুটি পজেটিভ এসেছে।