ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারীসহ পাঁচ জনকে আটক করেছে বিজিবি।
রবিবার সকাল ও শনিবার রাতে মহেশপুরের শ্যামকুড় ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে ভারতীয় নাগরিক আটক
আটককৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের খাজা শেখের ছেলে প্রিন্স শেখ (২১), একই গ্রামের জুয়ায়েদ মোল্লার ছেলে মুন্না মোল্লা (১৮), কামাল শেখের ছেলে রাকিব শেখ, (১৬), নোয়াগ্রামের মস্ত গাজীর স্ত্রী আসমা বেগম (৪০) ও লোহাগড়া উপজেলার বন্ধবাড়িয়া গ্রামের সুর্যকান্ত বিশ্বাসের মেয়ে মুক্তি রানী বিশ্বাস (৩০)।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে চার ভারতীয় নাগরিকসহ আটক ৫
৫৮ বিজিবির সহাকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শনিবার রাতে বাঘাডাঙ্গা সীমান্ত থকে মুক্তি রানী বিশ্বাস ও রবিবার সকালে শ্যামকুড় সীমান্ত থেকে আরও চার জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।