জমিজমা নিয়ে বিরোধের জেরে মাগুরার সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে জাহিদ মোল্যা নামে এক যুবক নিহত হয়েছেন।
এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে সদর উপজেলা বেঙ্গাবেরইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝালকাঠিতে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
নিহত জাহিদ মোল্যা বেঙ্গাবেরইল গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, আনারুল মোল্যার সঙ্গে তার বড় ভাই জয়নাল মোল্যার ছেলে আশরাফ মোল্যার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে এদের মধ্যে জাহিদ মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে জাহিদ মোল্যার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে জানায় পুলিশ।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মাগুরা থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ পরিবহনশ্রমিকের মৃত্যু