মাগুরায় পুলিশি নির্যাতনে এক পরিবহন শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের পাশাপাশি পাঁচ পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নিহতের স্ত্রী যমুনা বেগম আদালতে আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) সব্যসাচী এই আদেশ দেন।
বাদীর অভিযোগকে বিবেচনা করে এফআইআর নির্দেশ দেন এবং পিবিআইকে বিষয়টি তদন্ত করতে বলেন আদালত।
মামলার আসামিরা হলেন- নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) জামাল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজ মোল্লা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম ও পুলিশ ভ্যানচালক নাজমুল।
আরও পড়ুন: মাগুরায় পুলিশের নির্যাতনে পরিবহন শ্রমিকের মৃত্যুর অভিযোগ
মামলার অভিযোগে বলা হয়, শনিবার এক ব্যক্তির মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে শ্রীপুর উপজেলার ওয়াপদা টিকিট কাউন্টারের কর্মী আব্দুস সালামকে (৪৫) মারধর করে আসামিরা। সালাম অজ্ঞান হয়ে পড়লে পুলিশ তাকে প্রথমে নাকোল ক্যাম্পে এবং পরে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও ওয়াপদা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা এসআই জামালের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে প্রায় এক ঘণ্টা মাগুরা-ফরিদপুর সড়ক অবরোধ করে রাখে।
মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, ওই দিনই এসআই জামালকে সাময়িক বরখাস্ত করা হয়।
আরও পড়ুন: শিয়ালের কামড়ে মাগুরায় আহত ৫
তিনি জানান, বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতের পরিবার শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।