মাগুরায় ল্যাব এশিয়া ডায়াগনিস্টক সেন্টার থেকে শুক্রবার মকবুল হোসেন জীবন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব। তার বাড়ি ফরিদপুর জেলায়।
ল্যাব এশিয়ার ম্যানেজার প্রদীপ কুমার বলেন, ‘ডা. মকবুল হোসেন জীবন দীর্ঘদিন ধরে আমাদের এখানে পিএইচডি ডিগ্রি আমেরিকা নিউরো মেডিসিনের ও মেডিসিন স্পেশালিস্ট হিসেবে রোগী দেখে আসছেন। কিন্ত আমরা তো জানি না উনি ভূয়া ডাক্তার কি না।’
মাগুরার নাম না প্রকাশ করার শর্তে একজন জানান, মকবুল হোসেন জীবন পুলিশের ও রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘদিন যশোর, ঝিনাইদহ, মাগুরা ও ফরিদপুর অঞ্চলে বাহারী বাহারী ভূয়া ডিগ্রি কখনো মেডিসিন, কখনো নিউরো, গ্যাস্ট্রো ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ হিসেবে মানুষের চোঁখ ফাঁকি দিয়ে প্রতারণা করে রোগী দেখে আসছেন।
এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।