জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইফতেখার মোহাম্মদ উমায়েরের উপস্থিতিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন আক্তার বৃহস্পতিবার সন্ধ্যায় এ দণ্ডাদেশ দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিনের ছেলে আসিফ হাসানকে মাদক সেবনরত অবস্থায় আটক এবং চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসিফকে এক বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমান করা হয়।
আসিফের দেয়া তথ্যের ভিত্তিতে পরে শহরের সৈয়দ আতর আলী রোডের আশা ফার্মেসিতে অভিযান চালানো হয়। সেখান থেকে বেশ কিছু বিক্রয় নিষিদ্ধ মাদক ট্যাফেনটাডল ট্যাবলেট আটক করা হয়। এ ঘটনায় ফার্মেসির মালিক সুজয় বিশ্বাসকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।