মাগুরা সদর উপজেলায় রান্না করতে গিয়ে আগুনে পুড়ে ছকিনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মঘি ইউনিয়নের ছয়চার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছকিনা বেগম ছয়চার গ্রামের ছালাহ উদ্দীনের স্ত্রী।
আরও পড়ুন: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, ছকিনা রান্নাঘরে রান্না করতে যান। এ সময় তিনি অসাবধানবসত জলন্ত চুলার মধ্যে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।’