মাগুরায় মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে দুই র্যাব সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরও এক জন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৪ টায় মাগুরা-ঝিনাইদহ সড়কের রাউতড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কর্পোরাল আনিসুর রহমান (৩৮) ও কনস্টেবল ফারুক হোসেন (৩৮)। অপরজন পিকআপ চালক, তার পরিচয় এখনও জানা যায়নি।
আহত র্যাব সদস্যের নাম নাজমুল হোসেন। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ: ভোলায় নুডুলস পার্টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, মাগুরাগামী মাদক বহনকারী একটি পিকআপকে র্যাব সদস্যরা চেকপোস্টে দাড়ানোর নির্দেশ দিলে সেটি পালিয়ে যায়। এসময় র্যাবের গাড়ি তাদের ধাওয়া করে। এসময় মাগুরা সদর উপজেলার রাউতড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ফলে দুই র্যাব সদস্য ও পিকআপ চালক ঘটনাস্থলে নিহত হয়।
তিনি বলেন, নিহতদের লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে মাগুরা থানায় পৃথক দু’টি মামলা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: নয়াপল্টনে পুলিশের অভিযানে নিহত ২, শতাধিক আহত, গ্রেপ্তার ৬০০: ফখরুল
নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষে নিহত ১, প্রায় দেড় শতাধিক নেতাকর্মী আটক