চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. তামিম হোসেন আলিফ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) বিকালে নয়ানগর বিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন মো. তামিম হোসেন আলিফ। সে মোহনপুর হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আরও পড়ুন: চাকরি অধ্যাদেশ বাতিল দাবিতে ফের সচিবালয়ে বিক্ষোভ
নিহতের বাবা কবির মিজি জানান, নয়ানগর বিলে মাছ ধরতে গিয়েছিল আলিফ। ওই সময় বজ্রপাতে পড়ে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডিউটি ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’