বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ।
ডা. আরশ্বাদ উল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরী গ্রামের মোতালেব হোসেন নামে ওই ব্যক্তি দীর্ধদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় তিনি জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে পর্যবেক্ষণের পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন।
পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়।
তিনি করোনয়া আক্রান্ত ছিলেন কিনা তা আগামীকাল তার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডা. আরশ্বাদ।
মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ ধর্মীয় ও সরকারি বিধি অনুযায়ী দাফন করা হবে।
ওই ব্যক্তির বাড়ি লকডানসহ বাড়ির সকলের শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।